মাইক্রোস্টক কাদের জন্য?

মাইক্রোস্টক (Microstock) মূলত নিম্নলিখিত ব্যক্তিদের জন্য উপযুক্ত

ফটোগ্রাফার

যারা পেশাদার বা শখের ফটোগ্রাফার এবং তাদের ছবি অনলাইনে বিক্রি করতে চান।

গ্রাফিক ডিজাইনার

যারা ভেক্টর, আইকন, ইনফোগ্রাফিক, টেমপ্লেট, বা অন্যান্য ডিজাইন তৈরি করেন এবং তা বিক্রি করতে চান।

ভিডিওগ্রাফার

যারা স্টক ভিডিও ক্লিপ তৈরি করেন, যেমন টাইমল্যাপস, ড্রোন ফুটেজ বা সাধারণ ব্যাকগ্রাউন্ড ভিডিও।

ফ্রিল্যান্সার

যারা অনলাইন মার্কেটপ্লেসের বাইরে প্যাসিভ ইনকামের জন্য কাজ করতে চান, তাদের জন্য মাইক্রোস্টক একটি ভালো অপশন।

অ্যানিমেশন ও মোশন গ্রাফিক ডিজাইনার

যারা AE টেমপ্লেট, লোয়ার থার্ড, ট্রানজিশন ইত্যাদি তৈরি করেন এবং তা বিক্রি করতে চান।

ইলাস্ট্রেটর ও ডিজিটাল পেইন্টার

যারা ডিজিটাল ইলাস্ট্রেশন বা আর্টওয়ার্ক তৈরি করেন এবং তা বিক্রির মাধ্যমে আয় করতে চান।

সাউন্ড ডিজাইনার ও মিউজিশিয়ান

যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউন্ড ইফেক্ট, জিঙ্গেল ইত্যাদি তৈরি করেন এবং তা মাইক্রোস্টকে বিক্রি করতে চান।

মাইক্রস্টক সাইট কি?

মাইক্রোস্টক সাইট হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে ফটোগ্রাফার, গ্রাফিক ডিজাইনার, ইলাস্ট্রেটর এবং ভিডিও নির্মাতারা তাদের কাজ বিক্রি করতে পারেন। এসব সাইটে সাধারণত স্টক ফটো, ভেক্টর ইমেজ, ইলাস্ট্রেশন, ভিডিও ক্লিপ এবং অন্যান্য ডিজিটাল কনটেন্ট পাওয়া যায়, যা ক্রেতারা নির্দিষ্ট মূল্যের বিনিময়ে কিনতে পারেন।

এগুলো হলো পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মাইক্রস্টক সাইট।

মাইক্রস্টক ক্যাপসুল জিনিসটা কি?

উল্লেখিত মাইক্রস্টক সাইট গুলোতে যারা কাজ করে তাদেরকে কন্ট্রিবিউটর বলে।  বাংলাদেশ থেকে অসংখ্য এই সাইট গুলোতে কাজ করছে। কিন্তু তারা নিম্নলিখিত সমস্যার জন্য ভাল করতে পারছে না,

এরকম আরও অনেক বিষয় জানা না থাকলে এই সেক্টরে ভাল করা সম্ভব হবে না। এবং একসময় ঝড়ে পরতে হবে।কন্ট্রিবিউটরদের এই সব সমস্যা তাদেরকে ধরিয়ে দেয়ার জন্য তৈরি করা হয়েছে “মাইক্রস্টক ক্যাপসুল” যা মাইক্রস্টক সাইটের কন্টিবিউটরদের একাউন্ট গুলো ভাল একটা পর্যায়ে নিতে সাহায্য করবে, যদি তারা এখানে দেখানো পথ গুলো ফলো করে নিয়মিত কাজ করে।